-
Topics:
সাম্য এসএসসিতে সেরা
-
Host:
Bogura Zilla School
-
Location:
বগুড়া জিলা স্কুল
-
Start Date:
April 03, 2025
-
Time:
09:43 am - 09:43 am
-
Website:
https://bzs.aalo.xyz/

Event Description
এবারের এসএসসি পরীক্ষায় দেশের ৯টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের মধ্যে ৮ বোর্ড সেরা হয়েছে বগুড়া জিলা স্কুলের ছাত্র মো: সামসাদ মালিক সাম্য। ১৩শ' নাম্বারের মধ্যে ১২৮৩ পেয়েছে সে। বই খুঁটিয়ে পড়ার অভ্যাস ও তার সাথে নতুন মাত্রা যোগ করা আত্মস্থ করেছিল সে। এছাড়াও হাতের লেখা সুন্দর, পরিচ্ছন্ন ও সময়ের মধ্যে লেখা শেষ করা তার ফলাফলের অন্যতম কারণ।
মোঃ সামসাদ মালিক সাম্য। বাবা বগুড়া জিলা স্কুলের জীব বিজ্ঞানের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মালেক। মা একই স্কুলের বাংলার সিনিয়র শিক্ষক মোছাঃ শাহানাজ বেগম। সাম্য ১ম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত কখনও ১ম ও ২য় ছাড়া তৃতীয় হয়নি। তারই ধারাবাহিকতায় তার আজকের এই সাফল্য।